কম্পিউটার এর সংজ্ঞা। এবং এর প্রধান বৈশিষ্ট।
[vc_row][vc_column][vc_column_text]
কম্পিউটার কি?
ইংরেজী “Computer” শব্দটি গ্রীক “Compute” শব্দ হতে এসছে, যার অর্থ “To Calculate” বা ”হিসাব করা”। অতঃপর মানুষ সাধারনভাবে Computer কে হিসাবকারী যন্ত্র হিসেবে বিবেচনা করে থাকে, যা কোন গানিতিক ক্রিয়াকলাপ দক্ষতার সাথে ও দ্রুততার সাথে নির্ভুলভাবে করে থাকে। যদিও কস্পিউটার আবিস্কারের মূল উদ্দেশ্যই ছিল গননা কার্য সম্পাদন করা তথাপি বর্তমানে Computer কে সই যন্ত্র হিসেবে ধারনা করা হয় যা Data বা উপাত্ত নিয়ে কাজ করে থাকে। বর্তমানে Computer দিয়ে শতকরা ৮০ ভাগ Data Processing বা উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ করা হয়ে থাকে। এজন্য Computer কে Data Processor বলা হয়ে থাকে কারন তা Data বা উপাত্ত সঞ্চয় করতে (Store), প্রক্রিয়াকরণ (Process) করতে এবং যৌক্তিক উপায়ে ব্যবহার করতে পারে।
Data Processor নামটি ব্যাপক সমাদৃত কারন আধুনিক Computer শুধুমাত্র গননা বা হিসাব কার্যে সীমাবদ্ধ নয়, আধুনিক Computer বিভিন্ন ধরনের উপাত্ত বা Data নিয়ে অনেক জটিল থেকে জটিলতর কাজ করে থাকে।
একটি উদাহরন দিয়ে বিষয়টি পরিস্কার করা যাক।
ধরা যাক, কোন একটি প্রতিষ্ঠানের এক ঝাঁক কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে অসংখ্য CV জমা পড়বে, এমন যদি হয় সকল CV একটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজাতে হবে সেক্ষেত্রে Data Processor কি করবে?
১. বিভিন্ন ধরনের উৎস হতে উপাত্তসমূহ সংগ্রহ করবে।
২. সকল উপাত্ত সমূহ একীভূত (Merge বা সকল উপাত্তের মিশ্রন প্রস্তুত করা) করবে।
৩. পরিশেষে Sort অর্থাৎ ধারাবাহিকভাবে বিভিন্ন আকারে সজ্জিক করে ফলাফল প্রদর্শন করবে (Sort করবে)।
এখানে লক্ষ্যণীয় যে এক্ষেত্রে Computer কে কোন প্রকার গাণিতিক কাজ করতে হচ্ছে না। কাজেই আধুনিক Computer কে Data Processor বললে কোনক্রমে অযৌক্তিক কিছু বলা হবে না।
যাই হোক যদি সংজ্ঞা দিতে হয় তবে:-
Google Search অনুসারে কম্পিউটারকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়:
“An electronic device for storing and processing data, typically in binary form, according to instructions given to it in a variable program.”
অক্সফোর্ড ডিকশনারী অনুসারে কম্পিউটারকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়:
“Electronic device for storing, analyzing and producing information, for making calculation, or controlling machine”
কাজেই বলা যায়:
“Computer is an electronic device that receives input, stores or process the input according to user instructions & provide output in desire format.”
অর্থাৎ, কম্পিউটার একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা Input (Input হতে পারে Data অথবা Information) গ্রহন করে, Store করে এবং নির্দিষ্ট Instructions এর ওপর ভিত্তি করে Process করে কাংখিত বিন্যাসে ফলাফল প্রদর্শন করে থাকে।
Data Processing এর সংজ্ঞা:
Computer ব্যবহার করে উপাত্ত বা Data প্রক্রিয়াকরণ বা Process এর জন্য যে কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে তাই Data Processing বা উপাত্ত প্রক্রিয়াকরণ নামে পরিচিত।
Data Processing সম্পন্ন করার জন্য মূলত Data কে তিনটি ধাপের মধ্য দিয়ে যেতে হয়ঃ
১. Input Data সংগ্রহ করা।
২. প্রাপ্ত Data কে সুনিপুনভাবে ব্যবহার করা।
৩. সর্বশেষ ফলাফল তদারিক করা এবং প্রকাশ করা।
এখানে বলতে হয় যে Data প্রক্রিয়াকরণ করে মূলত Information প্রস্তুত করা হয়ে থাকে, যাতে উক্ত ডাটা সর্বজনে গ্রহনযোগ্যতা লাভ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন